যেভাবে ভারত থেকে অনলাইনে খেলতে হয়
কোনদিন আশা করেছেন আপনি পাওয়ারবল, মেগা মিলিয়নস, এবং ইউরোমিলিয়নস এর মত বড় আন্তর্জাতিক লটারিতে খেলতে পারবেন? এখন আপনি এই অসাধারণ খেলাগুলো ভারত থেকে অনলাইনে খেলতে পারবেন। বিদেশী লটারিগুলো ভারতের জুয়ার বিধিনিষেধ এর আওতাধীন নয়, তাই আপনি দেশের যেকোন প্রান্ত থেকে কম্পিউটার বা মোবাইলে খেলতে পারবেন। ভারতীয় লটারির সর্বোচ্চ পুরস্কার এর চেয়েও বৃহৎ জ্যাকপট জয়ের সুযোগ থাকবে আপনার।
অনলাইনে লটারি খেলা সহজ, তাই যদি আপনি পূর্বে অনলাইন থেকে টিকেট না কিনে থাকেন বা লটারি তদারকি সেবার ব্যবহার না করে থাকেন চিন্তা করবেন না। শুরু করার ক্ষেত্রে শুধু এই পদক্ষেপ গুলো অনুসরণ করুনঃ
- Lotto.in এ যেকোন একটি ব্যানার অথবা খেলুন এখুন বোতামটি বাছাই করুন আমাদের অনলাইন পার্টনার LotteryWorld.com এ যাওয়ার জন্যে।
- আপনি যে লটারিটি খেলতে চান তা বাছাই করুন।
- সংখ্যা বাছাই গ্রিডের ব্যবহারের মাধ্যমে আপনার সংখ্যা গুলো ম্যানুয়ালি নির্বাচন করুন অথবা কুইক পিক বোতামটির মাধ্যমে একটি র্যান্ডম সংখ্যার সেট তৈরি করুন।
- কন্টিনিউ বোতামটি চাপার মাধ্যমে আপনার ক্রয় নিশ্চিত করুন।
- একাউন্ট খোলার জন্যে আপনার তথ্যাদি প্রবেশ করান, অথবা নতুন একটি একাউন্ট নিবন্ধন করুন, এবং আপনার ক্রয় সম্পূর্ণ করুন।
- আপনার অর্ডার গ্রহণ করার পর, আপনি আপনার অনলাইন অ্যাকাউন্টে আপনার সংখ্যাগুলো দেখতে পারবেন।
অনলাইনে খেলার কারণ
অনলাইন সেবা যেমন LotteryWorld.com আপনাকে সে সব গেইমগুলো উপভোগের সুযোগ করে দেয় যা হয়তো সচরাচর আপনাদের কাছে সহজলভ্য নয়। আপনি আমাদের ভারতের স্থানীয় দোকানে পাওয়ারবল বা মেগাবলের টিকেট পাবেন না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার কাছে একটি কম্পিউটার বা মোবাইল আছে আপনি অনলাইনে অংশগ্রহণ করতে পারবেন।
অনলাইনে খেলার সময় আপনার সংখ্যা গুলো আরো অধিক সুরক্ষিত থাকে কারণ ওগুলো ডিজিটাল অ্যাকাউন্টে নিরাপদে সংরক্ষিত থাকে। আপনার কাগজের টিকেট নেই নিরাপদ রাখার জন্য
আপনি যখন অনলাইনে খেলেন তখন কোন পুরস্কার হাতছাড়া হবার সুযোগ নেই। আপনি যখন জয়ী হবেন, আপনি একটি টেক্সট /এসএমএস অথবা একাউন্ট নিবন্ধন করার সময় যে ইমেইল অ্যাড্রেস টি দিয়েছিলেন সেখানে ইমেইল পাবেন। প্রতিটি ড্র শেষ হবার কিছুক্ষণ পরই আপনি লটারি পেইজে প্রত্যেকটি লটারির ফলাফল দেখতে পাবেন।
কী হয় যখন আপনি জয়ী হোন
যখন আপনি অনলাইনে খেলেন, ফলাফল চেক করা বা পুরস্কার সংগ্রহের জন্যে সামনে আসা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। যখন আপনি কোন পুরস্কার পাবেন আপনাকে স্বয়ংক্রিয়ভাবে ইমেইলের মাধ্যমে জানানো হবে, একই সাথে আপনি অ্যাকাউন্টেও লগ ইন করতে পারবেন।
পুরস্কারের বড় অংশ আপনার অনলাইন অ্যাকাউন্টে সরাসরিই পরিশোধ করা হয়। আপনি তখন আপনার অর্জিত তহবিলটিকে তুলতে পারবেন এবং ভবিষ্যত খেলাগুলোর জন্য মূল্য পরিশোধ করতে পারবেন। যদি আপনি জ্যাকপট জিতেন, আপনার সাথে সরাসরি যোগাযোগ করা হবে এবং পুরো প্রক্রিয়ার দিকনির্দেশনা দেওয়া হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তরের আগে আপনার জয় টিকে যাচাই করার প্রয়োজন আছে। আপনার অর্জন সংগ্রহের জন্য ভ্রমণের প্রয়োজন নেই।
আপনি যখন LotteryWorld.com এর মত কোন সেবা গ্রহণ করেন, সবকিছুই অনুমোদিত এবং নিয়মাবদ্ধ। জেতার জন্যে পুরস্কারগুলো সবই বীমা করা, তাই যদি এটি বিশাল জ্যাকপট ও হয় আপনি পুরো অর্থ পাবেন তা নিশ্চিত। সেবাটি কীভাবে কাজ করে তা সম্পর্কে আরো জানতে LotteryWorld.com রিভিউ পেইজে যান।