দীপাবলি বাম্পার লটারি ফলাফল
অতীতে দীপাবলি বাম্পার লটারি সিক্কিম রাজ্য, ভারতে প্রতি নভেম্বরে আয়োজিত হতো। ড্র টি দীপাবলি উদযাপনের জন্য অনুষ্ঠিত হতো এবং বছরের অন্যতম সেরা জনপ্রিয় লটারি গুলোর একটি ছিল। টিকেটের মূল্য ছিল ২,০০০/- রুপি এবং পাঁচটি সিরিজে বিক্রি হতো।
২০২০ এ ডিয়ার দীপাবলি বাম্পার আয়োজিত হয় নি, তাই কোন ফলাফল প্রকাশ করা হয় নি। আপনি, যদিও, নিচের ড্রপডাউন ব্যবহার করে পূর্বের দীপাবলি বাম্পার ফলাফলগুলো দেখতে পারবেন, যেখানে ২০১৯ ড্র প্রথমে দেখানো।
ড্র এর তারিখ হতে ৩০ দিন পর্যন্ত টিকেটের মেয়াদ থাকতো, তাই নিচের তালিকায় থাকা ড্র গুলোর জন্য ক্রয় করা যেকোন টিকেটের মেয়াদ শেষ হয়েছে এবং কোন পুরস্কার আর সংগ্রহ করা যাবে না। আপনি কি জানেন? অনলাইনে লটারি খেলার মানে হচ্ছে ড্র শেষ হওয়ার পর আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার অনলাইন অ্যাকাউন্টে অর্জন গুলো পেয়ে যাবেন, অর্থাৎ আপনাকে কখনোই সংগ্রহের ডেডলাইন নিয়ে চিন্তা করতে হবে না।
দীপাবলি পূজা বাম্পার ফলাফল 2019
02-11-2019 এ ড্র হওয়ার পরে আপনি এখানে পুরো সিকিমের দীপাবলি বাম্পার পুরস্কারের ব্রেকডাউনটি পাবেন। এই ড্রয়ের প্রথম পুরস্কার ১০ কোটি, দ্বিতীয় পুরস্কার ২ কোটি এবং তৃতীয় পুরস্কার ১০ লক্ষ।
পুরস্কারের ক্রম | টিকিট নম্বর | বিজয়ী প্রতি পুরস্কারের পরিমাণ |
---|---|---|
1ম পুরস্কার | G 52771, L 14396 | ₹5 কোটি |
সান্ত্বনা পুরস্কার | দিয়ে শেষ হচ্ছ: 14396, 52771 | ₹10 লক্ষ |
2য় পুরস্কার | G 00784, L 07010 | ₹1 কোটি |
3য় পুরস্কার | G 00375, G 04652, G 45203, G 57741, G 62180, L 24928, L 36818, L 39139, L 42584, L 64183 | ₹10 লক্ষ |
4থ পুরস্কার | দিয়ে শেষ হচ্ছ: 0046, 0058, 0106, 0166, 0230, 0384, 0495, 0504, 0617, 0624, 0825, 0912, 0934, 1086, 1193, 1347, 1428, 1524, 1700, 1701, 1708, 1818, 2004, 2221, 2492, 2499, 2590, 2639, 2646, 2764, 2785, 2786, 2832, 2928, 2945, 2956, 2976, 3021, 3151, 3308, 3364, 3444, 3534, 3689, 3795, 3846, 3874, 3983, 4154, 4156, 4209, 4227, 4374, 4424, 4533, 4656, 4658, 4917, 4963, 5179, 5227, 5505, 5712, 5790, 5802, 5806, 5852, 5993, 6077, 6322, 6325, 6379, 6480, 6502, 6578, 6662, 6663, 6680, 6688, 7022, 7053, 7182, 7248, 7503, 7713, 8145, 8392, 8411, 8438, 8458, 8704, 9133, 9332, 9407, 9411, 9454, 9509, 9630, 9678, 9968 | ₹9,000/- |
5ম পুরস্কার | দিয়ে শেষ হচ্ছ: 0100, 0111, 0249, 0277, 0327, 0524, 0529, 0729, 0796, 0843, 0849, 0889, 0994, 0995, 1105, 1211, 1295, 1438, 1516, 1520, 1712, 1815, 2070, 2136, 2137, 2153, 2174, 2285, 2293, 2657, 3086, 3191, 3369, 3370, 3567, 3599, 3681, 3724, 3731, 3807, 3872, 4042, 4253, 4665, 4825, 4921, 4942, 4973, 4989, 5033, 5053, 5113, 5125, 5266, 5332, 5506, 5518, 5536, 5596, 5640, 5764, 5822, 6064, 6067, 6145, 6225, 6293, 6374, 6380, 6414, 6466, 6849, 6907, 6932, 6973, 7044, 7179, 7196, 7318, 7541, 7638, 7691, 7788, 7901, 8051, 8078, 8331, 8927, 9029, 9070, 9223, 9227, 9367, 9602, 9670, 9733, 9760, 9909, 9932, 9988 | ₹7,000/- |
6ঠ পুরস্কার | দিয়ে শেষ হচ্ছ: 0141, 0158, 0161, 0226, 0239, 0341, 0482, 0508, 0547, 0616, 0673, 0691, 0741, 0745, 0860, 1107, 1452, 1521, 1584, 1654, 1720, 1762, 1913, 2422, 2593, 2601, 2820, 2860, 2929, 3213, 3261, 3344, 3453, 3531, 3616, 3747, 3857, 3903, 4068, 4095, 4367, 4677, 4740, 4744, 4850, 5032, 5107, 5177, 5220, 5242, 5400, 5572, 5619, 5797, 5829, 6009, 6058, 6109, 6140, 6265, 6275, 6383, 6460, 6540, 6638, 6762, 6782, 6815, 6894, 6989, 6990, 7154, 7424, 7437, 7441, 7517, 7520, 7578, 7668, 7679, 7686, 7716, 7740, 7793, 7936, 7938, 8165, 8375, 8391, 8435, 8439, 8630, 8994, 9096, 9154, 9230, 9646, 9673, 9686, 9738 | ₹5,000/- |
7ম পুরস্কার | দিয়ে শেষ হচ্ছ: 0016, 0079, 0084, 0315, 0346, 0429, 0452, 0467, 0514, 0655, 0668, 0774, 0837, 1063, 1096, 1159, 1340, 1370, 1421, 1542, 1562, 1639, 1796, 1905, 1985, 2014, 2083, 2271, 2511, 2557, 2578, 2702, 2875, 2922, 3018, 3046, 3064, 3171, 3273, 3285, 3290, 3361, 3363, 3435, 3464, 3554, 3606, 3634, 3823, 3869, 4025, 4526, 4598, 4624, 4713, 4810, 4822, 5057, 5294, 5439, 5566, 5626, 5630, 5793, 5872, 5892, 5903, 5990, 6042, 6279, 6547, 6860, 6869, 6903, 6922, 7191, 7201, 7235, 7268, 7273, 7365, 7389, 7614, 7726, 7750, 7979, 8050, 8107, 8133, 8196, 8526, 8737, 9025, 9073, 9228, 9306, 9327, 9347, 9495, 9615 | ₹4,000/- |
8ম পুরস্কার | দিয়ে শেষ হচ্ছ: 0088, 0151, 0284, 0310, 0586, 0671, 0707, 0721, 0776, 0821, 1099, 1169, 1284, 1314, 1329, 1333, 1435, 1568, 1572, 1582, 1596, 1597, 1791, 1840, 2126, 2127, 2333, 2466, 2530, 2558, 2971, 3120, 3125, 3254, 3420, 3536, 3583, 3715, 3748, 3828, 3837, 3859, 3904, 3929, 4015, 4056, 4110, 4281, 4301, 4451, 4507, 4970, 5124, 5291, 5765, 5819, 6026, 6106, 6125, 6162, 6193, 6268, 6393, 6472, 6606, 6693, 6936, 6952, 7122, 7158, 7246, 7269, 7337, 7338, 7392, 7463, 7532, 7544, 7653, 7677, 7935, 8007, 8097, 8136, 8248, 8275, 8388, 8541, 8644, 8667, 8699, 8739, 8907, 9046, 9188, 9240, 9433, 9491, 9804, 9956 | ₹3,000/- |